প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৭:০৯
সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে
শূন্য থেকে ৫ বছর পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। প্রাথমিক শিক্ষার বাইরে কোনো শিশু যেনো না থাকে সে কারণে এ জরিপ করা হচ্ছে বলে জানান তিনি।
|আরো খবর
বুধবার মুঠোফোনে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চলতি বছর শিশু জরিপ শুরু করবে সরকার। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হবে। জরিপ শেষে ৫ বছর থেকে তার বেশি বয়সী শিশুদের ইউনিক আইডি দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দুটি প্রকল্পের মাধ্যমে ইউনিক আইডি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।
মহাপরিচালক আরো বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রোফাইল প্রণয়ন ও এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) শীর্ষক প্রকল্প দুটি হাতে নেয়া হবে। এর আওতায় ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ইউনিক আইডি পাবে। আর ১৮ বছর বয়সের পর সেটি জাতীয় পরিচয়পত্র হিসেবে রূপান্তরিত হবে।
একে/এনএইচ