ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘উসকানি’ দেয়ায় এক শিক্ষক বরখাস্ত, ২ জন অপসারণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৫৩

‘উসকানি’ দেয়ায় এক শিক্ষক বরখাস্ত, ২ জন অপসারণ
ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত তিন শিক্ষকের মধ্যে একজনকে বরখাস্ত ও দুজনকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ২১২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজলকে বরখাস্ত করা হয়েছে। প্রভাষক শাকিলা আলম, ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে অপসারণ করা হয়েছে।

শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনে তারা শিক্ষার্থীদের ‘উসকানি’ দিয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হলে ওই কর্মচারী ভবিষ্যতে অন্য কোনো সরকারি চাকরিতে অথবা কোনো আইন বলে বা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো সংস্থায় নিয়োগ লাভের অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে চাকরি থেকে অপসারিত হলে কর্মচারী পুনর্নিয়োগ লাভের অযোগ্য হবেন না।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত