ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জাবিসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৯:৫৯  
আপডেট :
 ০৪ এপ্রিল ২০২১, ১১:৫২

জাবিসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সংগৃহীত ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৪৯ বছরপূর্তি ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে জাবিসাসের বিদায়ী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান নতুন কমিটির সভাপতি মাহবুব আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, টিএসসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক শামছুল আলম সেলিম, কামরুল আহসান, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ তথা দেশের স্বার্থে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন করে থাকে। এই কাজ করতে গিয়ে যদি মুষ্টিমেয় ব্যক্তির মনোক্ষুন্ন হয়, তাতে নজর দেয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত