ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

অধ্যাপক শামসুজ্জামান খান'র মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৭:০৩

অধ্যাপক শামসুজ্জামান খান'র মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ফাইল ছবি

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পদক বিজয়ী এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বাংলা একাডেমির বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। আমাদের মুক্তবুদ্ধির চর্চায়, বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায়, বঙ্গবন্ধু চর্চায়, বাঙালীর আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রত্যয়ে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে যে ক'জন মানুষ দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন শামসুজ্জামান খান ছিলেন তাঁদের অন্যতম। বঙ্গবন্ধুর লেখা বইগুলো আমাদের অনন্য সম্পদ। আর এ বইগুলো আমাদের হাতে তুলে দিতে অসম্ভব পরিশ্রম করেছেন বঙ্গবন্ধুকন্যা। তাঁর কাছে আমরা ঋণী। বঙ্গবন্ধুকন্যার এ বিশাল কাজে তাঁর পাশে ছিলেন শামসুজ্জামান খান। আমাদের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গণের এক নির্ভরতার স্থল ছিলেন তিনি। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের।

শিক্ষামন্ত্রী দীপু মনি অধ্যাপক শামসুজ্জামান খান এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জার্নাল/একে/কেআই

  • সর্বশেষ
  • পঠিত