ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১১:২৩  
আপডেট :
 ২৮ মার্চ ২০১৮, ১১:২৫

ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

ইভটিজিংকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের তিন ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীম, আবীর, চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবি শাহনেওয়াজ হোস্টেলের সামনে বিজয় কর্ণার রেস্টুরেন্টে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছেলেন। এ সময় তারা ঢাবি ছাত্রীকে ইভটিজিং করে। সেখানে উপস্থিত ঢাবির শিক্ষার্থী শাহাদাত হোসেন তাদের নিষেধ করে। এ নিয়ে শাহাদতের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহাদাতকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এতে শাহাদাত ও শামীমের মাথা ফেটে যায়। আবির নামে আরেক শিক্ষার্থীও আহত হয়। পরে শাহনেওয়াজ হোস্টেলের অন্য শিক্ষার্থীরা এসে ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর করে। পরে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা দেশিয় অস্ত্র নিয়ে শাহনেওয়াজ হোস্টেলের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

আহত ঢাবি শিক্ষার্থী শাহাদাত বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলের সামনে এসে মেয়েদের নিয়ে বাজে কমেন্ট করতে থাকে। তাদের নিষেধ করলে তারা আমাকে মারধর করে। এতে আমার মাথা ফেটে যায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানি জানান, ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে ঝামেলা হয়েছিল। সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত