ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করল হাইকোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের ‘গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সের’ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি এফএরএম নাজমুল আহসান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে এক মাসের জন্য এ পরীক্ষা স্থগিত করা হয়।

কলেজের অধ্যক্ষ আল ফারাবি মো. নুরুল ইসলাম জানান, ২০১৭ সালের ‘গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সের’ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে আসলেও বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের ২৫০ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত নিবন্ধন ও প্রবেশপত্র দেয়া হয়নি। তাই পরীক্ষা স্থগিত ও নিবন্ধন এবং প্রবেশপত্র দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও আবুল কালাম খান।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত