ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ইংরেজিতে ২০ নম্বরের সাজেশন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১০:২৬  
আপডেট :
 ১৭ আগস্ট ২০১৮, ১০:৩১

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ইংরেজিতে ২০ নম্বরের সাজেশন

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মোট নম্বর ৮০। এরমধ্যে ইংরেজি বিষয় থেকে করা হয় ২০ নম্বরের প্রশ্ন। আপনি যদি ইংরেজি বিষয়ে ঠিকভাবে অনুশীলন করতে পারেন তাহলে ভালো ফলাফল নিশ্চিত।

আজ বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য থাকছে ইংরেজি বিষয়ের উপর ২০ নম্বরের সাজেশন।

Right forms of verb, Parts of speech, Tense, Preposition, Article, Narration, Voice change, noun and pronoun, degree, Number,verb এই ১১ অধ্যায় থেকে কম করে হলেও ১২টার বেশি প্রশ্ন পাবেন।

Idioms and Phrases,Antonym, Synonym, Spelling = ৩টা-৪টা

Translation= এখানে আপনি ১-২টা প্রশ্ন পাবেন।

ইংরেজি সাহিত্য থেকে- ১-২টা প্রশ্ন আসতে পারে ।

সবচেয়ে বেশি আপনাকে দেখতে হবে গ্রামার অংশ। ২০১৪ সালের পরীক্ষাতে আমরা দেখেছি বেশিরভাগ পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন তেমন আসেনি, ১টা-২টা প্রশ্ন এসেছে শুধু। সকল প্রশ্ন গ্রামার অংশ থেকে এসেছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত