ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আরো ছয় হাজার ইবতেদায়ীকে জাতীয়করণের দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:২১

আরো ছয় হাজার ইবতেদায়ীকে জাতীয়করণের দাবি

আরো ৬ হাজার ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নেতারা। রোববার জাতীয় প্রেসক্লাবে সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রুহুল আমিন চৌধুরী।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি, মন্ত্রী পরিষদ, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিবের পদ থেকে কাজী মোখলেছুর রহমানকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, কাজী মোখলেছুর রহমানের বিরুদ্ধে টাকা আত্মসাত, দুর্নীতিসহ একাধিক অভিযোগ থাকায় স‌মি‌তির মহাস‌চিব পদ থে‌কে তাকে বহিষ্কার ক‌রা হ‌লো।

তিনি বলেন, সংগঠনের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তাইজুল ইসলাম ফরাজী। সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরন, সহ-সভাপতি তাইজুল ইসলাম ফারাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুল হক, হাবিবুর রহমান, মাওলানা আবু বক্কর ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত