ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ভালোবাসা দিবসে ঢাকায় ‘প্রেম বিরোধী’ বিক্ষোভ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২

ভালোবাসা দিবসে ঢাকায় ‘প্রেম বিরোধী’ বিক্ষোভ

বিশ্ব ভালবাসা দিবেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রেম বিরোধী’ বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘সিঙ্গেল ছিলাম থাকবো যুগে যুগে লড়বো’ স্লোগান তুলে একদল যুবক দাঁড়িয়ে যায় অপরাজেয় বাংলার পাদদেশে। শ’খানেক সিঙ্গেল আন্দোলনকারী যখন এই বিক্ষোভ দেখান তখন ঠিক তার পাশেই বটতলায় চলছিল ভালবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান।

ভালবাসা দিবসে এমন উল্টো কর্মসূচি দেখে আশেপাশের উৎসুক জনতাও সিঙ্গেলদের বক্তব্য শুনতে ভিড় জমায় অপরাজেয় বাংলায়। সিঙ্গেল সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল নিয়ে বেরিয়ে পড়েন ক্যাম্পাসে। কলাভবন, টিএসসি, কার্জন হল ঘুরে তারা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে দাঁড়িয়ে একে একে বক্তব্য দিতে শুরু করেন পরিষদের নেতা-কর্মীরা। এসময় গণমাধ্যমকর্মীরা এগিয়ে আসলে তারা আরো বেশি উজ্জীবিত হয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এস এম আব্দুর রহমান আবির বলেন, ‘আমাদের আজকের এই বিক্ষোভ পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে বৈষম্য চলবে না।’ এ সময় পাশ থেকে পরিষদের ব্যানারে দাঁড়ানো অন্যান্যরা স্লোগান দিতে থাকেন ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’; ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’ ‘আমাদের সংগ্রাম চলছেই, চলবে’।

সিঙ্গেল সংগ্রাম পরিষদের বর্তমান সভাপতি মাহিন মাহি ইমতু বলেন, ‘আজ থেকে ভালবাসা দিবস নয়, ১৪ ফেব্রুয়ারি আমরা ‘সিঙ্গেল ডে’ হিসেবে পালন করবো। আমরা সকল ধরণের অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা প্রেমের নামে প্রতারণা বন্ধ চাই। আগামী দিনে আমরা সারা দেশে আমাদের কমিটি দেব এবং আন্দোলন গড়ে তুলবো।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত