ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত কাজী মারুফ দম্পতি

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২২:১৪  
আপডেট :
 ২৯ মার্চ ২০২০, ০০:২৭

করোনায় আক্রান্ত কাজী মারুফ দম্পতি
ফাইল ছবি

মহামারী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত বিশ্বের সবাই। দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে। এই প্রাণঘাতী ভাইরাসে এবার আক্রান্ত হলে ঢাকাই সিনেমার চিত্রনায়ক কাজী মারুফ। মারুফের সঙ্গে এ রোগে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও। বর্তমানে তারা দুইজনই নিউইয়র্কে অবস্থান করছেন।

এমন তথ্য নিশ্চিত করেছেন কাজী মারুফের পিতা পরিচালক কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর মারুফের শরীরের করোনার লক্ষণ দেখা দেয়। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

তবে কাজী হায়াতের বরাতে দেশের একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর এমন তথ্য অস্বীকার করেছেন কাজী মারুফ।

তিনি দাবি করেছেন, আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। গতকাল সন্ধ্যায় (নিউইয়র্ক স্থানীয় সময়) নিজের জ্বর শুরু হওয়ায় রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো আমার শাশুড়ির কাছ থেকে বাবা (কাজী হায়াত) খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ।

আইএন/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত