ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

অনন্ত জলিলকে বয়কট

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২০, ১৬:৫১

অনন্ত জলিলকে বয়কট

বেশ কয়েকদিন ধরেই নারী নিরাপত্তা ও ধর্ষণ বিষয় নিয়ে পুরো দেশবাসী উত্তাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সোচ্চার হয়েছেন নারীদের নিরাপত্তা নিয়ে। এমন সময়ে ধর্ষণ নিয়ে চলমান প্রতিবাদ-আন্দোলন নিয়ে মুখ খুলে বিপাকে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। সেইসঙ্গে দেশের নারীদের পোশাককেও ধর্ষণের জন্য কাঠগড়ায় তুলেছেন তিনি।

তার এমন বক্তব্যে খেপেছেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। দিয়েছেন অনন্ত জলিলকে বর্জনের ডাক।

রোববার দুপুরে ফেসবুকে শাওন লেখেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্যসংবলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম’।

একই পোস্ট কপি করে শুধু নাম পরিবর্তন করে অভিনেত্রী প্রসূন আজাদও অনন্ত জলিলকে বয়কটের ডাক দিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বার্তা ছেড়েছিলেন অনন্ত জলিল।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত