ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

১১৮ প্রেক্ষাগৃহে জিৎ-মিমের ‘সুলতান’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৬:১২  
আপডেট :
 ১৯ জুলাই ২০১৮, ১৬:১৮

১১৮ প্রেক্ষাগৃহে জিৎ-মিমের ‘সুলতান’

কলকাতার সুপারস্টার জিৎ ও বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সরকারি বিধিনিষেধ থাকায় ছবিটি ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি। তাই সাফটা চুক্তিতে আগামী শুক্রবার (২০ জুলাই) ছবিটি মুক্তি পাচ্ছে এ দেশে।

একসঙ্গে দেশের ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুলতান’। বিষয়টি নিশ্চিত করেছে এর আমদানিকারক ও পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। কয়েক দিন আগে ‘সুলতান: দ্য সেভিয়র’ ছবিটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে মুক্তির জন্য লিখিত অনুমতি পায় ছবিটি।

‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন রাজা চন্দ। এতে জিৎ ও মিম ছাড়া আরো অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

‘সুলতান: দ্য সেভিয়র’ যেসব প্রেক্ষাগৃহের চলবে, তার মধ্যে ঢাকার প্রেক্ষাগৃহের তালিকা জেনে নিন-

ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, অভিসার সিনেমা, রাজমনি সিনেমা, চিত্রামহল সিনেমা, বি,জি,বি সিনেমা, মুক্তি সিনেমা, এশিয়া সিনেমা, আনন্দ সিনেমা, সেনা সিনেমা ও গীত সিনেমা।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত