সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২২, ১৮:৪৫

ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে পতন হলেও দ্বিতীয় কার্যদিবস আজ রোবআর উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পনির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।
|আরো খবর
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.২৫ পয়েন্ট ৬ হাজার ৬৬৯ দশমিক ৪১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১২টির এবং ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৩১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আ,র/আরকে