প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৫:৩৮
করোনায় আক্রান্ত মুজাহিদুল ইসলাম সেলিম
বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
|আরো খবর
রোববার তার শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন।
তিনি বলেন, সেলিম ভাই গতকাল কোভিড টেস্ট করিয়েছেন, গতকালই রিপোর্ট এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমএম