ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গাইবান্ধায় দুই স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের করোনা শনাক্ত

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২০, ০৩:২৫

গাইবান্ধায় দুই স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের করোনা শনাক্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী, ৩ জন গার্মেন্টসকর্মী ও একজন মাওলানা রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়ায় ১ জন, সাপমারা ইউনিয়নের কামারপাড়ায় ১ জন, গুমানীগন্জ ইউনিয়নের বকনপুর ও কুড়িপাইকায় ২ জন, ফুলবাড়ি ইউনিয়নে ১ জন এবং তালুককানুপুর ইউনিয়নে ১ জন রয়েছেন।

এদের মধ্যে ৩ গার্মেন্টসকর্মী গাজীপুর এপেক্স গার্মেন্টর্সে কাজ করেন। ঈদের ছুটিতে তারা গোবিন্দগঞ্জ এসেছেন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে ২ জন মারা গেছেন। এ পর্যন্ত ৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন এবং ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, গোবিন্দগঞ্জবাসীকে আতঙ্কিত না হয়ে সর্তক হয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত