ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যবিপ্রবি’র পরীক্ষায় আরও ৬৯ জনের করোনা পজিটিভ

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২০, ০৪:৩০

যবিপ্রবি’র পরীক্ষায় আরও ৬৯ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরও ৬৯ নমুনার ফলাফল পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমের পাঁচ জেলার মোট ২৭০টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার।

তিনি জানান, এদিনের পরীক্ষায় যশোর জেলার ৩১টি নমুনা পজেটিভ আসে। জেলার মোট ৮২টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়।

এছাড়া মাগুরা জেলার ২৬টি নমুনা পরীক্ষা করে সাতটি, খুলনার ৩০টি নমুনার মধ্যে সাতটি, বাগেরহাটের ৫৮টির মধ্যে নয়টি এবং সাতক্ষীরার ৭৪টির মধ্যে ১৫টি পজিটিভ ফল আসে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা বের করে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করবে। স্থানীয় প্রশাসন বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবে।

যশোরে এদিন পজিটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে কতটি নতুন, তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত