ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

জাপানে শুরু হচ্ছে ‘নেকেড ফেস্টিভ্যাল’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১  
আপডেট :
 ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪

জাপানে শুরু হচ্ছে ‘নেকেড ফেস্টিভ্যাল’

জাপানে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘নেকেড ফেস্টিভ্যাল’। রোববার আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনে এ তথ্য পাওয়া গেছে।

জাপানের হানশু দ্বীপের দক্ষিণাঞ্চলে ওকায়মা প্রদেশে প্রতিবছরই এ উৎসব দুইদিন ব্যাপী হয়। দশ হাজারের বেশি মানুষ সমবেত হওয়ার কথা রয়েছে।

এ ফেস্টিভ্যালকে জাপানি ভাষায় ‘হাডাকা মাতসুরি’ বলা হয়। উৎসবে অংশগ্রহণকারীর সবাই যে নগ্ন থাকেন এমন নয়, অনেকে স্বল্প পোশাকে অংশগ্রহণ করেন। প্রচুর ফসল উৎপাদন ও সমৃদ্ধির জন্য এ উৎসব করা হয়।

ওকায়ামার পর্যটন বোর্ডের মুখপাত্র মিকো ইটানো সিএনএনকে বলেন, ‘ সকাল দশটায় শুরু হয় অনুষ্ঠান। জড়ো মানুষদের উদ্দেশ্যে একজন পুরোহিত ভিড়ের মধ্যে ১০০ টি বান্ডিল ডানা ( বিশেষ উপহার সামগ্রী) এবং দুটি ভাগ্যবান ২০ সেন্টিমিটার দীর্ঘ শিঙ্গি ছুড়ে দেন। সেই থেকেই শুরু হয় হট্টগোল। যারা এগুলো পান তাদের ভাগ্যবান হিসেবে ধরা হয়। প্রতিবছরই বিদেশি দর্শনার্থীরা এ উৎসব দেখতে আসেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত