ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

‘‌১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল’

‘‌১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল’
গিরিরাজ সিং

আবারও ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন মোদির মন্ত্রিসভার সদস্য গিরিরাজ সিং। এবার তিনি বলেছেন, ‘‌১৯৪৭ সালেই ভারতে থাকা মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল।’‌

বৃহস্পতিবার বিহারে এক জনসভায় গিরিরাজ বলেন, ‘‌জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময় এসেছে। ১৯৪৭ সালের আগেই মোহাম্মদ আলি জিন্নাহ একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে এসেছিলেন। আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করে ফেলেছেন। যার মূল্য আমাদের দিতে হচ্ছে। তখন যদি মুসলিমদের পাকিস্তানে পাঠানো হত। আর হিন্দুদের ভারতে আনা হত, তাহলে আজ আমরা এই পরিস্থিতিতে পড়তে হত না।’

এরপরই গিরিরাজ প্রশ্ন তোলেন, ‘যদি ভারতবাসীরাই এ দেশে আশ্রয় না পান, তা হলে তারা কোথায় যাবেন?’

ভারতে দীর্ঘ কয়েক মাস ধরেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। তারমধ্যেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন গিরিরাজ সিং। নতুন নাগরিকত্ব আইনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অমুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন। তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

এই আইনের প্রতিবাদে গোটা ভারতজুড়ে বিদ্রোহের আগুন জ্বলছে। তার ওপর বিজেপির নেতা–মন্ত্রীরা নানা বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিচ্ছেন। এই বিতর্কিত তালিকায় বিজেপির যেসব নেতার নাম রয়েছে তাদের শীর্ষে গিরিরাজ সিং।

সূত্র: আজকাল

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত