ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

এবার হন্তাভাইরাসে চীনে একজনের মৃত্যু

এবার হন্তাভাইরাসে চীনে একজনের মৃত্যু

করোনাভাইরাসে প্রভাব যখন বিশ্বব্যাপী তখন নতুন ভাইরাসের আবির্ভাব দেখা দিলো চীনে। নতুন এ ভাইরাসের নাম হন্তাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এ ভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে এটাও করোনার মতো মহামারী রূপ নিতে পারে। মারা যেতে পারে শয়ে শয়ে লোক।

সোমবার চীনের ইউন্নান প্রদেশে হন্তাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের। একটি বাসে ফিরছিলেন ওই ব্যক্তি। ওই বাসের ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, ‘শেনডং প্রদেশ থেকে ইউন্নান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ/এমবি

  • সর্বশেষ
  • পঠিত