ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ৬৫ জন নিহত

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ৬৫ জন নিহত

আফ্রিকার দেশ রুয়ান্ডায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া এতে প্রচুর ঘরবাড়ি, সেতু ও বাঁধ ভেঙে পড়াসহ ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রবল বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দেশটি। এসব প্রাকৃতিক দুযোগের ফলে পূর্ব আফ্রিকাজুড়ে পাহাড়ের ঢালুতে নির্মিত ঘরগুলি ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রুয়ান্ডার জরুরি ব্যবস্থাপনার মন্ত্রণালয় জানায়, গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে বুধবার রাতে। এতে দেশের কমপক্ষে সাতটি জেলা যথা-গেকেনকে, নায়াবিহু, মুহঙ্গা, মুসানজে, এনগোরোরো, রুলিন্ডো এবং রুবাভুতে ‘ভয়াবহ বিপর্যয়’ দেখা দিয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রবল বর্ষণে বুধবার মধ্যরাত পর্যন্ত ৬৫টি মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়া বৃষ্টির পানিতে ওইসব জেলাগুলোর রাস্তাঘাট তলিয়ে গেছে। বন্যায় ৯১ টি বাড়ি, ৫ টি সেতু এবং প্রচুর জমির ফসল ভেসে গেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত