ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সমালোচনা করায় সিঙ্গাপুরের জনকের নাতির জরিমানা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৭:০৪

সমালোচনা করায় সিঙ্গাপুরের জনকের নাতির জরিমানা

বিচারব্যবস্থার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় বিপুল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের নাতি লি সেং ইউর। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

লি সেং ইউ সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের নাতি এবং তিনি অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনিভার্সিটিতে। ২০১৭ সালে তিনি ফেস বুকে একটা পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেন সিঙ্গাপুরের বর্তমান বিচার ব্যবস্থা নমনীয়।

এছাড়া সংবাদের সমালোচনা করে লিখেন ‘মামলাবাজ’ সরকার। মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে এই সংক্রান্ত সমালোচনার জন্যে তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে। সেই মামলার রায়ে দেশটির হাইকোর্ট তাকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার ( বাংলাদেশি মুদ্রার প্রায় সাড়ে ৯ লাখ টাকা) জরিমানা অনাদায়ে মাত্র ৭ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। এ প্রসঙ্গে লি সেং বলেন, জরিমানা প্রদান করবো। তবে আমি দোষী নই। এসময় মানুষ হিসেবে ব্যাক্তিগত মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিশ্লেষকরা বলছেন ঘটনার মধ্য দিয়ে তাদের পারিবারিক বিবাদ সামনে চলে এলো।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত