ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

৬০ বছরের প্রথম আঞ্চলিক মন্দায় এশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০

৬০ বছরের প্রথম আঞ্চলিক মন্দায় এশিয়া

করোনার প্রভাবে এশিয়া মহাদেশের আঞ্চলিক উন্নয়নশীল অর্থনীতি গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো মন্দায় পড়েছে বলে জানিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবি। এ অঞ্চলের ৪৫টি দেশে একসাথে মন্দায় পড়ার ঘটনা গত ৬ দশকের মধ্যে হয়নি। ২০১০ সালে আঞ্চলিক অর্থনীতি ০.৭ শতাংশ হ্রাস পেতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

তবে ২০২১ সালে করোনার প্রভাব কাটিয়ে ওঠে আঞ্চলিক প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। চীনের অর্থনীতি ঘুরে দাড়াতে শুরু করলেও এশিয়ার অর্থনীতিতে গতি ফিরতে আরো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলছে চীনের প্রবৃদ্ধি ১.৮% বাড়বে এ করোনার মধ্যেও। তবে ভারতের অর্থনীতি ৯ শতাংশ পর্যন্ত সঙ্কোচিত হতে পারে। এশিয়ার দক্ষিণাঞ্চলের অর্থনীতি ৩.৮% পর্যন্ত হ্রাস পেতে পারে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত