ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যেও নতুন শত কোটির মালিক ১৫ জন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

করোনার মধ্যেও নতুন শত কোটির মালিক ১৫ জন
ছবি: সংগৃহীত

মহামারী করোনার মধ্যেও ভারতে নতুন শত কোটিপতি হয়েছেন ১৫ জন। ‘ফোর্বস’এর ‘রিয়েল টাইম বিলিওনিয়ার’ তালিকায় আপাতত মোট ১১৭ জন ভারতীয়র নাম রয়েছে। মার্চ মাসে যে সংখ্যাটা ছিল ১০২।

ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিশ্বের শত কোটিপতির তালিকায় ভারতের মুকেশ আম্বানী ৬ নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ৮,৮২০ কোটি ডলার।

ফোর্বস এর তালিকায় নতুন যে ১০০ কোটি ডলারের মালিকরা ঢুকেছেন, সে তালিকায় সবচেয়ে নীচে রয়েছেন ওয়েলস্প্যান গ্রুপের চেয়ারম্যান বালকৃষ্ণ গোয়েঙ্কা। তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ডলার ছুঁয়েছে। তার উপর ক্রমান্বয়ে রয়েছেন রাধেশ্যাম আগরওয়াল, রাধেশ্যাম গোয়েনকা, বিনি বনসল, মুরলীধর বিমল কুমার জ্ঞানচন্দানি। তাঁদের সম্পত্তির পরিমাণ ১০১ কোটি ডলারের আশেপাশে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত