ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আফগান-তালেবান সংঘর্ষ, বহু হতাহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪০

আফগান-তালেবান সংঘর্ষ, বহু হতাহত

শান্তি আলোচনা চলার মধ্যেই আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সারারাত ধরে এই ঘটনায় মারা গেছেন অন্ততপক্ষে ৫৭ জন নিরাপত্তা কর্মী এবং ৮০ জন তালেবান। আহতের সংখ্যা অনেক।

এর মধ্যে উরুজগান প্রদেশেই ২৪ জন নিরাপত্তা বাহিনীর কর্মী মারা গেছেন। সেখানে একটি চেক পোস্টে আক্রমণ চালায় তালেবান। শুধু উরুজগানেই নয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সংঘর্ষ হয়েছে। তিনজন আফগান গোয়েন্দাকেও অপহরণ করেছে তালেবান।

নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানায়নি তালেবান। তবে সেনা ও সরকারি মুখপাত্ররা জানিয়েছেন, সবমিলিয়ে অন্ততপক্ষে ৮০ জন তালেবান মারা গেছেন। এর মধ্যে কুন্দুজ, তাখার, বাঘলান প্রদেশে ৫৪ জন মারা গেছেন বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।

শুধু সেনা বা নিরাপত্তা বাহিনীর কর্মীরাই নয়, তালেবানের আক্রমণে প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন বলে অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। তাঁর হিসাব, গত দুই সপ্তাহে তালেবান হানায় দেশের ২৪টি প্রদেশে ৯৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।

আফগান-তালেবান সংঘর্ষ, নিহত অর্ধশত

আফগান-তালেবান আলোচনার যৌথ কমিটি গঠন​

অবশেষে আলোচনার টেবিলে আফগান-তালেবান​

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত