ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

বয়স-ওজনে বড় ঝুঁকিতে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৫:৫১  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২০, ১৬:০২

বয়স-ওজনে বড় ঝুঁকিতে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে। খবর সিএনএনের।

৭৪ বছর বয়সী মার্কিন এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ও স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা আক্রান্তের খবর দিয়েছেন। গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন এমন রোগীদের মধ্যে যাদের বয়স ৭৪ বছর, তাদের প্রতি ২৫ জনের মধ্যে একজনের মৃত্যুর ঝুঁকি আছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ সেন্টার বলছে, দেশটিতে ৬৫-৭৪ বয়সের রোগীরা সাধারণ রোঘীদরে তুলনায় ৫ গুন বেশি ঝুঁকিতে থাকে। তাছাড়া ১৮-২৯ বয়সি তরুণদের তুলনায় ৯০ শতাংশ বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন বয়স্করা। তবে ৫০ বছর বয়সের মেনালিয়ার ঝুঁকি ট্রাম্পের মতো গুরুতর নয় বলে মনে করছেন চিকিৎসকরা।

আরো পড়ুন: ফার্স্টলেডি মেলানিয়া ও ট্রাম্প করোনায় আক্রান্ত

বাংলাদেশ জার্নাল/ নকি

  • সর্বশেষ
  • পঠিত