ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের করোনা নিয়ে সামাজিক মাধ্যমে সন্দেহ!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ১১:৩০

ট্রাম্পের করোনা নিয়ে সামাজিক মাধ্যমে সন্দেহ!

মার্কিন প্রেডিসডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় সংক্রিমত হওয়ার খবর জানিয়েছেন শুক্রবার। জ্বর হওয়ায় হাসপাতালে যেতে হয়েছে তাকে। তবে সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে ট্রাম্পের করোনা নিয়ে সন্দেহ পোষন করে ব্যাপকভাবে পোষ্ট দেওয়া হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের।

ট্রাম্পের করোনা নিয়ে কোন মিথ্যার কোন সুযোগ না থাকলেও নেটিজেনরা রীতিমতো এ নিয়ে বেশ সরগরম হয়ে ওঠেছেন। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে কয়েক দফা ট্রাম্পের শারীরিক অবস্থা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। যদিও আগে বিভিন্ন স্থানে ৩৪টি অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন করোনা এমনি এমনি বিদায় হয়ে যাবে।

মার্কিন সামজিক মাধ্যম নিয়ে কাজ করা ডাটামিনারের তথ্যমতে শুক্রবার প্রতি মিনিটে ৫জন টুইটার ব্যবহারকারী ট্রাম্পের করোনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন নির্বাচন পিছিয়ে দিতে ট্রাম্প এ নাটক করেছেন। অনেকে বলছেন প্রেসিডেন্সিয়াল বিতর্ক থেকে দূরে থাকতে ট্রাম্প করোনার উসিলা দিচ্ছেন।

উল্লেখ্য, করোনা নিয়ে ট্রাম্পের অবস্থান ও বিভিন্ন ইস্যুতে একেক সময় একেক মন্তব্য করায় অনেকে ট্রাম্পকে বিশ্বাস করতে পারছেন না।

আরো পড়ুন: হাসপাতালে করোনায় আক্রান্ত ট্রাম্প

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত