ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে নেতানিয়াহুর গোপন সফর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৭:০৩  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২০, ২১:২৪

সৌদিতে নেতানিয়াহুর গোপন সফর
বেনয়ামিন নেতানিয়াহু ও মুহাম্মাদ বিন সালমান। ছবি: সংগ্রহ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব গিয়ে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে গণমাধ্যমটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার সৌদি আরবের সমুদ্রবর্তী নিওম এলাকায় পম্পেওর উপস্থিতিতে মুহাম্মদের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাত করেন বলে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহুর এ গোপন সফর।

ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও সোমবার জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও লোহিত সাগর উপকূলের সৌদি শহর নিওমের ওই বৈঠকে অংশ নেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় কিংবা দেশটিতে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ সফর নিয়ে কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া এ নিয়ে এখনও কোনো বক্তব্য আসেনি সৌদি সরকারের পক্ষ থেকে।

এদিকে ইসরায়েলের বার্তা সংস্থা কেএএন-এর বারাতে রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সৌদি আরব সফর করেন এবং সৌদি যুবরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সাক্ষাত করেন।

আরো পড়ুন: নেতানিয়াহু'র প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টের আহ্বান

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত