প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ২০:৩২
ডারউইনের নোটবুক গায়েব
বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইনের দুটি নোটবুক গায়েব হয়ে গেছে। চামড়ার নোটবুক দুটিতে ছিল বিবর্তন নিয়ে তার ধারণা ও ‘ট্রি অব লাইফ’র স্কেচ। ১৮৩৭ সালে বিগলে সমুদ্রভ্রমণ থেকে ফিরে তিনি এসব নোট লিখেছিলেন।
|আরো খবর
আর প্রজাতির সম্ভাব্য কয়েকটি বিবর্তনের রেখাচিত্রও এঁকেছেন। তবে পরে আরও উন্নত চিত্র ১৮৫৯ সালে ডারউইন তার ‘অন দ্য অরিজিন অব স্পেসিস’ বইয়ে উল্লেখ করেছেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্তৃপক্ষ ২০০১ সালে বিশেষ বইগুলো স্থানান্তরের কাজ করতে গিয়ে তারা টের পান নোটবুক নেই। সেই থেকে তারা বিভিন্নভাবে নোটগুলোর খোঁজ করছিল।
অবশেষে ব্যর্থ হয়ে মঙ্গলবার বিবৃতির মাধ্যমে বিষয়টি প্রকাশ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, ডারউইনের দুটি নোটবুক সম্ভবত চুরি হয়ে গেছে।
ক্যামব্রিজের লাইব্রেরিয়ান জেসিকা গার্ডনার নোটবুকগুলোর খোঁজ পেতে মঙ্গলবার মানুষের সহযোগিতা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছেন, কর্তৃপক্ষ লাইব্রেরির নিরাপত্তাব্যবস্থা ব্যাপক উন্নত করেছে। তিনি আরো জানান, ২০ বছর ধরে নোটবইগুলো ব্যাপকভাবে খোঁজাখুঁজির পরও না পাওয়া বড় আফসোসের বিষয়।
বাংলাদেশ জার্নাল/এনএম