ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

শাহিনবাগের সেই ‘বিলকিস দাদি’ আটক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:২৫  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২০, ১৯:৩৩

শাহিনবাগের সেই ‘বিলকিস দাদি’ আটক
শাহিনবাগের অ্যাকটিভিস্ট বিলকিস বানু। ছবি: সংগ্রহ।

ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভ থেকে শাহিনবাগের অ্যাকটিভিস্ট বিলকিস বানুকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য কুইন্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, কৃষক বিক্ষোভে যোগ দিতে মঙ্গলবার দিল্লি-হরিয়ানা সীমান্ত সিংঘু এলাকায় পৌঁছাতেই বিলকিস দাদিকে আটক করা হয়।

আটক হওয়ার আগে ৮২ বছর বয়সী বিলকিস বলেন, আমরা কৃষকের মেয়ে...আমরা আমাদের প্রতিবাদ জানাব। সরকারের উচিত আমাদের দাবিগুলো শোনা।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী শাহিনবাগের বিক্ষোভে আপসহীন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিতি পান এ মুসলিম নারী। সেখান থেকে তার নাম হয়ে যায় ‘বিলকিস দাদি।’এ বছর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিলকিস দাদির নামও উঠে আসে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন টাইম নির্বাচিত বছরের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত