ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ২১:১৮

পশ্চিমবঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল
সংগৃহীত ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। পরে এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল রাজ্যটিতে। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা হয়ে যাওয়ার পর লকডাউন শুরু হয়। করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের ৩টি পরীক্ষা গতবছর বাতিল করা হয়েছিল। ১ জুন থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল। করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত