ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

অ্যামাজন ছাড়লেন বেজোস, মন দেবেন সমাজসেবায়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১৩:২০  
আপডেট :
 ০৪ জুলাই ২০২১, ১৩:২৭

অ্যামাজন ছাড়লেন বেজোস, মন দেবেন সমাজসেবায়

শেষ পর্যন্ত পৃথিবীর অন্যতম বৃহত্তম ই-কমার্স সংস্থা অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন জেফ বেজোস। অ্যান্ডি জ্যাসির হাতে সিইও-র পদ তুলে দিয়ে দীর্ঘ ২৭ বছরের পথ চলার ইতি টানলেন তিনি।

অ্যামাজন ছেড়ে বেজোস মাজসেবা মূলক কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। এছাড়া মন দিতে চান তার মহাকাশ গবেষণা সংস্থায়।,

ব্রুকিং ইনস্টিটিউশন অফ টেকনোলজি ইনোভেশন সংস্থার ফেলো ডারেল ওয়েস্ট বলছেন, বেজোস এমন এক নেতা যিনি সব কিছু পালটে দিয়েছেন। বই বিক্রি, রিটেল মার্কেট, ক্লাউড কম্পিউটিং এবং হোম ডেলিভারি, সব কিছুর ভোল পালটে দিয়েছেন। আজ ক্রেতারা যে সুবিধাগুলো পায় তা সবই বেজোসের দেয়া।

জনসমক্ষে বহুবার অ্যামাজনের প্রথম দিনগুলোর কথা স্মরণ করেছেন বেজোস। এক সময় নিজের গ্যারাজেই নিজেই প্যাকিং করতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পোস্ট অফিসে দিয়ে আসতেন। আজ অ্যামাজন সংস্থার বাজার মূল্য ১.৭ ট্রিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এক কোটি কোটিরও বেশি। ২০২০ সালে বার্ষিক রেভেনিউ ৩৮৬ বিলিয়ন ডলার হিসেবে দেখানো হয়েছে। সূত্র: আজকাল

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত