ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

অসুস্থ হওয়ার আগেই বরিস জনসনের সঙ্গে বৈঠক হয় ব্রিটিশ মন্ত্রীর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১২:০২  
আপডেট :
 ১৮ জুলাই ২০২১, ১৪:৫৭

অসুস্থ হওয়ার আগেই বরিস জনসনের সঙ্গে বৈঠক হয় ব্রিটিশ মন্ত্রীর
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ছবি : বিবিসি

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার তার দেহে করোনা শনাক্ত হয়। এর আগে শুক্রবার অসুস্থ বোধ করার কয়েক ঘণ্টা আগেই জাভিদ বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে। প্রশ্ন উঠছে, তারা এখন কোয়ারেন্টিনে যাবেন কিনা?

তবে বড় ধরনের বৈঠক হলেও বরিস জনসনসহ অন্য মন্ত্রী ও কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে ছিলেন বলে জানা গেছে। কিন্তু তারপরও কোয়ারেন্টাইনে যাওয়া নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্য করোনা শনাক্ত হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনেই আছেন জাভিদ।

সম্প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখার কঠোর নিয়মনীতি তুলে দেওয়ায় যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমন বাড়ছে। এসবের মধ্যে খোদ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীই আক্রান্ত হলেন করোনায়। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জাভিদ জানিয়েছেন, করোনার ‘খুব সামান্যই’ অসুস্থ বোধ করছেন তিনি। কারণ, তিনি ইতোমধ্যেই করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ (দুটি ডোজ) নিয়েছেন। সূত্র : বিবিসি।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত