ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

বেজোস মহাকাশে উড়াল দিবেন মঙ্গলবার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২২:৩২

বেজোস মহাকাশে উড়াল দিবেন মঙ্গলবার

বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস মহাকাশে রওনা হচ্ছেন মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেজোস নিজস্ব প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি নতুন শেপার্ড রকেটে চড়ে মহাকাশে উড়বেন। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস থেকে স্থানীয় সময় সকাল ৯টায় মহাকাশের উদ্দেশে উড্ডয়ন করবে রকেটটি। এই ফ্লাইটে তথা উড্ডয়নে মোট সময় নেবে ১১ মিনিট। মহাকাশ পর্যটনের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।

কয়েক দিন আগেই আর এক ধনকুবের রিচার্ড ব্র্যানসন তাঁর সংস্থা ‘ভার্জিন গ্যালাকটিক’-এর তৈরি মহাকাশ বিমানে চেপে অল্প সময়ের জন্য পাড়ি দিয়েছিলেন মহাকাশে। তবে বেজোসের অভিযানের পাল্লা ব্র্যানসনের থেকে বেশি বলেই দাবি তাঁর সংস্থার। ভার্জিনের যান গিয়েছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায়। আর ‘নিউ শেপার্ড’ ১০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশ ও পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যবর্তী কারম্যান লাইনে কিছু ক্ষণ অবস্থান করবে। উল্লেখ্য, বেজোসের রকেট তৈরির নেপথ্যে থাকা ইঞ্জিনিয়ারদের মধ্যে রয়েছেন জন্মসূত্রে ভারতীয় সঞ্জল গওয়ান্দে।

মানুষের চন্দ্র জয়ের ৫২তম বার্ষিকীতে জেফ বেজোস মহাকাশে যাচ্ছেন। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মহাকাশযানে চড়ে চন্দ্রাভিযানে অংশ নেন নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বাজ অলড্রিন। তখন বেজোস ছিলেন মাত্র পাঁচ বছরের এক শিশু। মহাকাশ অভিযানে বেজোসের সঙ্গে থাকবেন তাঁর ছোট ভাই মার্ক এবং বিশ্বের প্রথম দিককার বিমানচালক ৮২ বছরের ম্যারি ওয়ালেচ (ওয়্যালি ফাঙ্ক নামে সমধিক পরিচিত) এবং একটি প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের সিইওর ১৮ বছরের ছেলে ওলিভার ড্যামেন।

এ ছাড়া রয়েছেন এই অভিযাত্রার টিকিটের ওপর আয়োজিত নিলামে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার হাঁকিয়ে রানারআপ হওয়া ব্যক্তিদের একজন। নিলামে বিজয়ী ব্যক্তি পরে কোনো সময় মহাকাশে যাবেন। আপাতত তাঁর নাম প্রকাশ করা হয়নি। এই অভিযাত্রার একটি বিশেষত্ব হলো, এতে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি (বেজোস), সবচেয়ে কম বয়সী অভিযাত্রী (ড্যামেন) ও সবচেয়ে বয়স্ক মানুষ (ফাঙ্ক)।

এই অভিযাত্রা সম্পর্কে বেজোস ইনস্টাগামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি সারা জীবন মহাকাশে এভাবে উড়তে চেয়েছি। এটি একটি দুঃসাহসিক কাজ এবং আমার জন্য অনেক বড় কিছু।’

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত