ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

এক বছর পর দুই কোরিয়ার মধ্যে সীমান্তে যোগাযোগ শুরু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৫:৪০  
আপডেট :
 ২৭ জুলাই ২০২১, ১৫:৪৬

এক বছর পর দুই কোরিয়ার  মধ্যে সীমান্তে যোগাযোগ শুরু
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন। ছবি : আল জাজিরা

এক বছরের বেশি সময় পর আবারও দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সীমান্তে যোগাযোগ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস ও উত্তর কোরিয়ার রাষ্ট্রিয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

কেসিএনএ জানায়, দুই দেশের শীর্ষ নেতার মধ্যে চুক্তির ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে সীমান্তে সম্পর্ক পুনস্থাপিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার ব্লু হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে যোগাযোগ স্থাপন উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

১৩ মাস পর আবার দুই দেশের মধ্যে সীমান্তে সম্পর্ক পুনস্থাপন হয়েছে। জানা যায়, গত এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পত্র-বিনিময় করে আসছেন। এসব পত্রে যে সৌহার্দ্যের বার্তা ছিল, তা সহজেই অনুমেয়।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত