ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

ভারতে এক লাফে ৩৬ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১১:২৮

ভারতে এক লাফে ৩৬ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ
ছবি- সংগৃহীত

প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার ভারতের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল ২৮ হাজারে। বুধবার তা এক লাফে ৩৬ শতাংশ বাড়ল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। যদিও বাড়লেও তা ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। মঙ্গলবারই তা ৪ লাখের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৩৫১ জন।

ভারতের রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় কেরালায় আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি রয়েছে। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৬০৯।

এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮৯৩), অন্ধ্রপ্রদেশ (১,৪৬১), কর্নাটক (১,৩৩৮), ওড়িশা (১,০৪১) এবং আসাম (৯২৯)। ভারতের বাকি রাজ্যগুলোতে সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত