ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

আগের চেয়ে বেশি রাশিয়ার তেল যাচ্ছে ভারত ও চীনে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৩:৪৭  
আপডেট :
 ২৮ মে ২০২২, ১৩:৫৩

আগের চেয়ে বেশি রাশিয়ার তেল যাচ্ছে ভারত ও চীনে
প্রতীকী ছবি

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমাদেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আগের চেয়ে রাশিয়ার আরও বেশি তেল ভারত ও চীনে যাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান কেপলার এ তথ্য জানিয়েছে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পরই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে এ নিয়ে তারা দ্বিধাবিভক্ত। ইউরোপের কয়েকটি দেশ রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধের বিরোধিতা করছে।

গবেষণা ও তথ্যের ভিত্তিতে কেপলার বলছে, গত সপ্তাহে ৭৪ মিলিয়ন থেকে ৭৯ মিলিয়ন ব্যারেলের মধ্যে তেল সরবরাহ করেছে রাশিয়া, যা ইউক্রেন আগ্রাসনের আগে রপ্তানিকৃত তেলের দ্বিগুণেরও বেশি। তখন রাশিয়া গড়ে ২৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতো।

কেপলারের তথ্য অনুযায়ী, গত মাসে প্রথমবারের মতো তেল আমদানিতে ইউরোপকে ছাড়িয়ে যায় এশিয়া। মে মাসেও এ ধরা অব্যহত রয়েছে।

সৌদি আরবের পর বিশ্বের অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশগুলো মূলত ইউরোপের। তবে এশিয়ার মধ্যে রাশিয়ার তেলের বড় বাজার রয়েছে ভারত ও চীনে।

কার্যত পশ্চিমা দেশগুলোতে রপ্তানি কমে যাওয়ার সুযোগ নিচ্ছে এ দুই দেশ। সিঙ্গাপুরে কেপলারের জ্যেষ্ঠ তেল বিশ্লেষক জেইন জাই বলেন, ‘এশিয়ার আগ্রহী আমদানীকারকদের অনেকে রাজনৈতিক অবস্থানের চেয়ে অর্থনৈতিক পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছেন।’

ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস বিক্রির মাধ্যম হিসেবে ডলারের ব্যবহার বাতিল করে। এ প্রেক্ষিতে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে কথিত ‘অবন্ধু’ দেশগুলোকে রুবলের মাধ্যমে জ্বালানি কেনার বিষয়টি নির্ধারণ করে।

এরইমধ্যে রুবলে অর্থ পরিশোধের বিষয়টি অস্বীকার করায় ইউরোপের কয়েকটি দেশে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত