ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ছত্তীশগড়ে চুনাপাথরের খনিতে ধসে ৭ শ্রমিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:২৫  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩

ছত্তীশগড়ে চুনাপাথরের খনিতে ধসে ৭ শ্রমিকের মৃত্যু
খনির ভেতর আটকে পড়াদের খোঁজে উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

ভারতের ছত্তীশগড়ের বাস্তার জেলায় চুনাপাথরের খনিতে ধসে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে ৬ জনই নারী বলে জানা গেছে। এছাড়া আরও অনেকে খনিতে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানিয়েছে, শুক্রবার দুপুরে ছত্তীশগড়ের বাস্তার জেলার জগদলপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনিতে ধস নামে। সেই সময় শ্রমিকেরা খনিতে নেমে কাজ করছিলেন। হঠাৎ করে ধস নামায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন সবাই।

খনিতে ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা ধ্বংসস্তূপ সরিয়ে খনির ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় ২ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

আর কেউ খনির ভেতর আটকে রয়েছে কিনা, তার খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। যদিও পুলিশের দাবি, খনির ভিতর ৭ জন শ্রমিকই কাজ করছিলেন।

ভারতে খনিতে ধস নামার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত মাসেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর খনি ধসের ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত