ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মিশরের মধ্যস্থতায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৩, ১২:৫৬

মিশরের মধ্যস্থতায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে সরে যাচ্ছে বাসিন্দারা। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মিশর। শনিবার আল কাহেরা টেলিভিশনকে পিআইজে’র নেতা মোহাম্মদ আল হিন্দি বলেন, মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রাত ১০টা থেকে এ চুক্তি কার্যকর হয়েছে। তবে চুক্তির বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের মধ্যে হওয়া চুক্তির আলোকে দুই পক্ষ যে যুদ্ধবিরতিতে পৌঁছেছে তা ঘোষণা করছে মিশর। যুদ্ধবিরতি কার্যকর হলে তখন থেকেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধ, ঘরবাড়ি ধ্বংস ও সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হামলা বন্ধসহ যুদ্ধবিরতির সবকিছু মেনে চলবে উভয় পক্ষ, চুক্তিতে এমনটা লেখা আছে বলে দেখেছে রয়টার্স।

তবে যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মিশর আগেই জানিয়েছিল, তারা দুপক্ষের মধ্যে একটি চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগেও ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা লক্ষ্য করে রকেট ছুড়েছে।

এদিকে গাজায় গত পাঁচদিনে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ শনিবার নতুন করে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকার শুহাদা আল-আকসা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইল। হাসপাতালের পরিচালক ইয়াদ আবু জাহের জানান, হামলায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগী ও নার্স আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি ৫৫ বছর বয়সী নারী মাজিদা আবু রুস বলেন, হামলা শুরু হওয়ার প্রথমদিন আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মনে করেছিলাম হাসপাতালে নিরাপদ থাকব। এখন দেখি হাসপাতালে নিরাপদ না। মনে হচ্ছে মৃত্যু আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে।

এছাড়াও বহু ঘরবাড়ি, আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশোর বেশি। ২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর- দুই ভূখণ্ডে ১৩৩ জন নিহত হয়েছেন। আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।

বাংলাদেশ জার্নাল/সামি/এমপি

  • সর্বশেষ
  • পঠিত