ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তবে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তারা দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করবে না। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার সিডনিতে এ স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। পাশপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকেও তারা স্বীকৃতি দিয়েছে।

মরিসন আরো জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরই অস্ট্রেলিয়া তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনবে। এ মধ্যবর্তী সময়ে জেরুজালেমে অস্ট্রেলিয়ার একটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কার্যালয় থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে আনার ঘোষণা দিয়েছিল গুয়াতেমালা ও প্যারাগুয়ে। তবে সরকার পরিবর্তনের পর প্যারাগুয়ে ওই সিদ্ধান্তটি বাতিল করে তেল আবিবেই দূতাবাস বহাল থাকছে বলে জানায়

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত