ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিশ্ববিদ্যালয় ল্যাবে বিস্ফারণ, ৩ শিক্ষার্থী নিহত

বিশ্ববিদ্যালয় ল্যাবে বিস্ফারণ, ৩ শিক্ষার্থী নিহত

চীনের রাজধানী বেইজিংয়ের এক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবরেটরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বেইজিং জিয়াওটং ইউনিভার্সিটির গবেষণাগারে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগের বরাত দিয়ে আল জাজিরা জানাচ্ছে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরটারিতে বিজ্ঞান বিষয়ক গবেষণা চালাচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় অকস্মাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবিস্থত গোটা ল্যাবরেটরি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। দমকলের ত্রিশটি ইঞ্জিন দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত