ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মদ খেয়ে নাচতে বাধা নেই

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৪

মদ খেয়ে নাচতে বাধা নেই

ড্যান্স বারে মদ খেয়ে নাচতে কোন বাধা নেই বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট। এর আগে মহারাষ্ট্র সরকারের তৈরি আইনে নাচার সময় মদ খাওয়া বৈধ নয় বলে মত দেয়া হয়ে ছিলো। সে আইন বাতিল করে ড্যান্সবারের উপর আরোপিত নানা বিধিনিষেধও শিথিল করেছে ভারতের সর্বোচ্চ আদালত।

২০১৬ সালে তৈরি করা ওই আইনে ড্যান্স বার নিয়ে কঠোর নিয়মাবলি জারি করেছিল মহারাষ্ট্র সরকার। আগের আইনে বলা হয়েছিল, ধর্মীয় প্রতিষ্ঠান বা স্কুল-কলেজের এক কিলোমিটারের মধ্যে কোনো ড্যান্সবার তৈরি করা যাবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলেন, মুম্বাইয়ের মতো শহরে এমন আইন বাস্তবসম্মত নয়।

নতুন আইনে ড্যান্সবারগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে আদেশ দেয়া হয়েছে। এছাড়া এই আইনে নাচের সময় টাকা দেয়ার অনুমতি দেয়া হয়েছে, তবে তা দেয়ার যে রীতি বর্তমানে রয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন আইনে।

এছাড়াও ড্যান্সবারে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার। যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যুক্তিতে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র সরকারের অ্যাটর্নি জেনারেল।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত