ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যে ঘরে ইন্দিরার জন্ম সেখানে ঘুমালেন প্রিয়াঙ্কা

যে ঘরে ইন্দিরার জন্ম সেখানে ঘুমালেন প্রিয়াঙ্কা
দাদির সঙ্গে ছোট্ট প্রিয়াঙ্কা

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রবিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত তিন দিন নৌকায় ভেসেই তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচার চালাবেন বলেই ঠিক করা হয়েছে। এসবের মাঝেই প্রয়াগরাজে নিজেদের পূর্বপুরুষের বাড়িতে রাত কাটালেন প্রিয়াঙ্কা। সেই ঘরেই, যেখানে তার দাদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম।

প্রিয়াঙ্কা নিজের টুইটারে স্বরাজ ভবনের একটি ছবিও টুইট করেছেন, যেই ঘরেই জন্মেছিলেন ইন্দিরা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী হিন্দিতে টুইট করেছেন, ‘স্বরাজ ভবনে বসে আছি। সেই ঘরে যেখানে আমার ঠাকুমা ইন্দিরা জন্মেছিলেন। আমার ঠাকুমা রাতে আমাকে ঘুম পাড়ানোর সময় জোয়ান অব আর্কের গল্প বলতেন। তিনি বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।’

১৯৩৬ সালের ১৯ নভেম্বরে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন এবং তার শৈশবের দিনগুলো কেটেছিল এই স্বরাজ ভবনেই। কমবয়সী ইন্দিরার সঙ্গে মহাত্মা গান্ধীর একটি ছবিও ওই ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে।

পূর্ব উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী চার দিনের সফরে এই রাজ্যে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে তিনদিনে ১৪০ কিলোমিটার পথ পাড়ি দেবেন স্টিমার বোটে। প্রয়াগরাজ থেকে শুরু করে বারাণসীর আশি ঘাট অব্দি চলবে এই সফর।

দলীয় সূত্র জানা গেছে, তিনি গঙ্গার ধারে ধারে সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মানুষদের মধ্যে অধিকাংশই পিছিয়ে পড়া শ্রেণির, বা তফশিলী জাতির। যাত্রাপথে বেশ কয়েকটি মন্দির ও দরগাতে থামবেন প্রিয়াঙ্কা।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত