ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

‘হামলায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাত আছে’

‘হামলায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাত আছে’

শ্রীলঙ্কার এক মন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় রোববারের ওই ভয়াবহ হামলাগুলো চালানো হয়েছে। তবে তিনি ওই জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।

মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেন, ‘আমাদের বিশ্বাস এ দেশের একদল লোক ওই হামলাগুলো চালিয়েছে। আর তারা একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সাহায্যে হামলাগুলো চালিয়েছে। ওই নেটওয়ার্কের সাহায্য ছাড়া এসব হামলা চালানো সম্ভব হতো না।’

এর আগে শ্রীলঙ্কার ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইস্টার সানডের দিন গির্জা ও হোটেলে সাত আত্মঘাতী বোমারু সিরিজ হামলা চালিয়েছে বলে। হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে তারা এমন তথ্য দিয়েছেন।

দেশটির অপরাধ অনুসন্ধানকারী ফরেনসিক বিশেষজ্ঞ আরিয়ানন্দ ওয়েলিয়াঙ্গ বলেছেন, হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে, তারা সবাই আত্মঘাতী বোমারু ছিলেন। তবে বেশিরভাগ হামলা একজন বোমারু করলেও কলম্বোর শাংরি-লা হোটেলে দুজন হামলা করেছিল বলে জানান তিনি।

এপির তথ্যকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ছয়টি গির্জা ও হোটেলে বোমা হামলা চালিয়েছে সাতজন আত্মঘাতী বোমারু।’

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত