ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

গুজবে কান দেবেন না: প্রিয়াঙ্কা

গুজবে কান দেবেন না: প্রিয়াঙ্কা

অবশেষে বুথফেরত জরিপ নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা গান্ধী ভদ্র। এবার লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগে কংগ্রেসের রাজনীতিতে যোগ দেয়া প্রিয়াঙ্কা দলের কর্মী ও সমর্থকদের বলেছেন, বুথফেরত জরিপ শুধু আপনাদেরকে হতাশ করার জন্য।

বুথফেরত জরিপ বলছে, এবারের লোকসভা নির্বাচনেও বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) তিন শতাধিক আসন পাবে। যদিও কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল এই জরিপের ফলাফল ‘গসিপ’বলে উড়িয়ে দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধীও।

সোমবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য পাঠানো এক অডিও বার্তায় প্রিয়াংকা বলেন, ‘আপনারা কোনো গুজবে কান দেবেন না। বুথফেরত জরিপ আপনাদেরকে অনুৎসাহিত করছে। আপনাদের মনোবলকে ভাঙার জন্যই শুধু এটা করা হচ্ছে। এসব সত্ত্বেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে- এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের বাইরে সতর্ক নজরদারি অব্যাহত রাখুন। আমরা আশাবাদী আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ফলপ্রসূ হবে।’

বুথফেরত জরিপ প্রকাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় একই রকম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি টুইটে বলেছেন, ‘আমি এই বুথফেরত সমীক্ষার গসিপে বিশ্বাস করি না। গসিপ ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেয়ার ষড়যন্ত্র চলছে। আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব।’

মমতার দাবি, পুরোটাই নরেন্দ্র মোদির ষড়যন্ত্র। বিরোধী দলগুলো যাতে জোট বাঁধতে না পারে এজন্যই এ পরিকল্পনা করছেন মোদি।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত