ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

আগামী শুক্রবার থেকে হজ শুরু

আগামী শুক্রবার থেকে হজ শুরু

মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় পাঁচ ইবাদতের অন্যতম হজ। সৌদি আরবের মক্কা নগরীতে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র হজ শুরু হচ্ছে চলতি মাসের ৯ তারিখ থেকে। আল হজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এক রাজকীয় ফরমানে এ কথা জানিয়েছে সৌদি সরকার।

স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, আগামী শুক্রবার থেকে শুরু হবে হজ। হজ পালনের জন্য মক্কায় আগত ধর্মপ্রাণ মুসলিমরা এদিন সারাসময় আরাফাত ময়দানে কাটাবেন এবং নানা রকম নিয়মাদি পালন করবেন। শনিবারও তারা হজের নানা আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকবেন। এরপর রোববার আরাফাত ময়দানে বিভিন্ন গবাদি পশু কুরবানি দেয়ার মাধ্যমে হজ পালন করবেন হাজিরা।

সৌদিতে হজ পালনের জন্য বুধবার পর্যন্ত মোট ১২ লাখ ৪৯ হাজার ৯৫১ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এসব হজযাত্রীদের অধিকাংশই বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া থেকে এসেছেন বলে জানা গেছে।

সূত্র: আরব নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত