ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভারতে ভয়াবহ নৌকাডুবি: নিহত ১২, নিখোঁজ ৩০

ভারতে ভয়াবহ নৌকাডুবি: নিহত ১২, নিখোঁজ ৩০

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৩০ জনের বেশি মানুষ। ফলে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযানে নেমেছেন ডুবরিরা।

রোববার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্র অমরাবতী থেকে ২শ কিলোমিটার দূরের কাচ্চুলুরু গ্রামের কাছে পর্যটনবোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় এতে ৭৩ জনের মতো যাত্রী ছিলো। এদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু আলো স্বল্পতার জন্য বিকেলে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। সোমবার সকাল পৌণে ৬টা থেকে ফের উদ্ধারে নেমেছেন ডুবরিরা। তবে নিখোঁজদের মধ্যে কতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা নৌকাটি কমপক্ষে ৩শ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এখনও অনেক মরদেহ ডুবে যাওয়া নৌকার ভিতরে আটকা পড়ে আছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি নিহতদের পরিবার প্রতি ১০ লাখ করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষনা দিয়েছেন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত