ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আলবেনিয়ায় ভূমিকম্প, আহত ৬৮

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪১

আলবেনিয়ায় ভূমিকম্প, আহত ৬৮

আলবেনিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প ও পরে কিছুটা দুর্বল একটি পরাঘাতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ৬৮ জন আহত হয়েছেন।

শনিবারের এ ভূমিকম্পটি গত ৩০ বছরের মধ্যে আলবেনিয়ায় হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওগের্তা মানাসটিরলিউ জানিয়েছেন, তিরানা এবং দুরেস এলাকায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন। এদের মধ্যে অনেককেই চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছে হাসপাতাল। ভূমিকম্পের সময় আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসার সময়ই অধিকাংশ মানুষ আহত হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, ভূমিকম্পটি ২০ সেকেন্ড স্থায়ী হয় এবং এ সময় তিরানার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন, অনেকে পার্কে যেয়ে আশ্রয় নেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত