ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১১:৫৫

নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা

অর্থনৈতিক সঙ্কট নিয়ে উদ্বেগের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধিদলীয় মধ্য-বাম প্রার্থী আলবের্তো ফার্নান্দেজ আজেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে, কোনো প্রার্থীকে ৪৫ কিংবা ৪০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হবে। আলবার্তো বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

ভোটের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের নির্বাচনী সদর দপ্তরে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।

সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক সংকট এতটাই বেড়েছে যে, সেখানকার প্রায় এক তৃতীয়াংশ মানুষকে দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে।

নির্বাচনের ফল ঘোষণা শেষে সমর্থকদের উদ্দেশ্যে আলবার্তো বলেন, দেশের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির মোকাবেলায় তিনি বিদায়ী প্রেসিডেন্ট ম্যাক্রির সঙ্গে ‘সম্ভাব্য সব উপায়ে’ সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, আর্জেন্টিনায় বর্তমানে প্রতি ৩ জনের একজনের বসবাস দারিদ্রের মধ্যে। চরম এ সংকট থেকে দেশকে বের করে আনতে যিনি সবচেয়ে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন, তাকেই তারা নির্বাচিত করেছেন বলে জানান সমর্থকরা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত