ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন তসলিমা!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৩:৩৫  
আপডেট :
 ০৪ আগস্ট ২০১৯, ১৩:৪১

আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন তসলিমা!

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ উঠেছে। ভারতের ক্যাফে কফি ডে প্রতিষ্ঠাতা ভি সিদ্ধার্থ সম্প্রতি আত্মহত্যা করেছেন। এই ধনকুবেরের আত্মহত্যার পরে তসলিমা নাসরিন যেসব টুইট করছেন তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

তসলিমা টুইট বার্তায় লিখেছেন, ‘কেন আপনি ফাঁস দিয়ে ঝুলবেন, পানিতে ডুবে মারা যাবেন, কেন কব্জি কাটবেন, কেন সুউচ্চ ভবন বা সেতু থেকে লাফিয়ে পড়বেন, কেন কীটনাশক পান করবেন, কেন বিষ পান করবেন, কেন সামনে থেকে ধেয়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়বেন? প্রাণঘাতী মরফিনের ডোজ ব্যবহার করুন এবং শান্তিতে মারা যান।’

এ নিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়। তসলিমা সাধারণ মানুষকে আত্মহত্যার পথ বাতলে দিয়ে তাদের আত্মহত্যায় উদ্বুদ্ধ করছেন বলে অভিযোগ উঠতে শুরু করে। এর জবাবে তসলিমা লিখেছেন ‘প্রতিদিন মানুষ আত্মহত্যা করছে। মাত্র দুই দিন আগে ক্যাফে কফি ডে’র মালিক একটি ব্রিজ থেকে লাফিয়ে পড়েছেন। কি বেদনাময় মৃত্যু!’

এরপরে তিনি আরও টুইট করেছেন। তাতে বলেছেন, তিনি লোকজনকে মরতে উৎসাহিত করছেন না। তিনি লিখেছেন ‘যেসব মানুষ আত্মহত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ অথবা যারা আত্মহত্যা করবেনই তাদেরকে আমি বলছি শান্তিপূর্ণ উপায়ে তা করতে। এটি একটি ইতিবাচক টুইট।’

প্রসঙ্গত, গত সোমবার রাতে নেত্রবতী নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সিদ্ধার্থ (৬০)। তিনি নিখোঁজ এ সংক্রান্ত একটি রিপোর্ট করেন তার গাড়ির চালক। এরপর থেকেই ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে বুধবার সকালে উদ্ধার করা হয় তার মৃতদেহ। তার মৃত্যুতে সারা ভারতে শোকের ছায়া নেমে আসে। অনেক খ্যাতনামা ব্যক্তি তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত