প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১১:০৭
৩৮তম বিসিএস: নন-ক্যাডার পদের আবেদন শুরু আজ
৩৮তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে পিএসসি। এ আবেদন আজ মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।
|আরো খবর
সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, গত ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন।
সরকার কর্তৃক জারীকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নিকট শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে পিএসসি কর্তৃক সুপারিশ প্রদানের লক্ষ্যে উল্লিখিত ৬ হাজার ১৭৩ জন প্রার্থীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ